1966 ইং তদান্তিন কালে অত্র এলাকার সুধীজন মনে করেছিলেন যে, এখানে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অত্যন্ত প্রয়োজন। তখন এতদ্বাঞ্চলের গন্যমান্য ব্যক্তিবর্গ এই প্রতিষ্ঠানটি গঠন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এবার দেখা দেয় অর্থায়নের বিষয়। তখন কাকিলাখালী গ্রামের মাহেন্দ্রনাথ দাস ডাঃ ও তার সহধর্মি নী শ্রী মতি নিভারানী দাস মিলে স্ত্রীর গহনা বিক্রি করে অর্থায়ন করতে সম্মত হলে এলাকার গন্যমান্যরা তার স্ত্রীর নামে এবং গ্রামের নামে নামকরন করার প্রস্তাব করলে সর্ব সম্মতিক্রমে প্রতাপপুর নিভারানী মাধ্যমিক বিদ্যালয় নামে নাম করন করা হয়। উক্ত প্রতিষ্ঠানের জন্য জমি দান করেন প্রতাপপুর গ্রামের পিয়ার গাজী, ছমির উদ্দীন সরদার, আনছার আলী সরদার, করিম সরদার, ওসমান বিশ্বাস, মাদার গাজী, এরশাদ আলী।
